বধিরদের মাঝে ইফতার ও নগদ টাকা বিতরণ করলেন এমপি শাওন

পিবিএ,লালমোহন: ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে চলতে হবে সকলকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আল্লাহর রহমতে আমরা করোনা যুদ্ধেও জয়ী হবো। ভোলার লালমোহন উপজেলাধীন বদরপুর ইউনিয়নস্থ দেবীরচর এলাকায় আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয় প্রাঙ্গণে উক্ত ইউনিয়নের সকল বধিরদের মাঝে ইফতার ও নগদ টাকা বিতরণ কালে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথীর বক্তব্যে বলেন। সোমবার দুপুরে ইফতার ও নগদ অর্থ বিতরণ কালে প্রধান অতিথী এমপি শাওন বলেন।

তিনি আরও বলেন মুজিব কন্যা শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে ততদিন বাংলার জনগনকে কোন সমস্যার সম্মুখীন হতে হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপমর বাঙালির কল্যানে নিজেকে নিয়োজিত রাখার ফলেই আজ বিশ্ব নেত্রীতে পরিনত হয়েছেন। এসময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌর আওয়ামী লীগ সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগ তথ্য বিষয়ক সম্পাদক শাহীন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
পিবিএ/জাহিদুল ইসলাম দুলাল/এএম

আরও পড়ুন...