ববি’র ভর্তি পরীক্ষা ১৮ ও ১৯ অক্টোবর


পিবিএ,ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্টিত হবে ১৮ ও ১৯-এ অক্টোবর। গত ০৫ আগস্ট ভর্তির পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে।

সোমবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।

এ সময় পরিষদের সভাপতি জানান,সকল উপাচার্যের সম্মতিক্রমে আগামিতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুলিতে সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।

পিবিএ/জয়নাল আবেদীন/এমএসএম

আরও পড়ুন...