বাংলাদেশি ক্রিকেটারদের জন্য স্বস্তি প্রকাশ করলেন শোয়েব আখতার

পিবিএ স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলা থেকে বাংলাদেশের ক্রিকেটাররা অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সাবেক পাকিস্তানি পেস তারকা শোয়েব আখতার।

স্থানীয় সময় জুমার নামাজের সময় নামাজরত মুসল্লিদের উপর গুলিবর্ষণ করে কয়েকজন সন্ত্রাসী। এতে অন্তত ৪০ জন প্রাণ হারায় এবং ২৭ জন আহত হয়। এ ঘটনার মাত্র ৫ মিনিট পর বাংলাদেশের ক্রিটাররা জুমার নামাজ পড়তে ঐ মসজিদে যান। এর আগে তারা মসজিদের নিকটবর্তী মাঠে অনুশীলন করছিলেন। কিন্তু তাদের বহনকারী বাস মসজিদটির সামনে পৌঁছার পরই তারা মসজিদের ভিতরে গোলাগুলির কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ত্যাগ করেন। ফলে অল্পের জন্য তারা সন্ত্রাসী হামলা থেকে বেঁচে যান।
উল্লেখ্য, ঐ ঘটনায় দুই বাংলাদেশীও নিহত হন।

হামলাকারীদের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নিন্দার ঝড়। সে তালিকায় নাম লিখিয়েছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতারও। বাংলাদেশি ক্রিকেটাররা সুস্থ আছেন, জেনে স্বস্তিও প্রকাশ করেছেন তিনি।

কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে টুইট করেছেন শোয়েব। হামলাকারীর প্রতি তীব্র ঘৃণা প্রকাশ পেয়েছে তাঁর টুইট থেকে, ‘ক্রাইস্টচার্চে মসজিদের মধ্যে সন্ত্রাসী হামলার ছবি দেখলাম। আমি স্তম্ভিত। আমরা কি এখন আমাদের প্রার্থনার জায়গার ভেতরেও নিরাপদ নই? এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানাই। আমি আনন্দিত, যে বাংলাদেশের খেলোয়াড়রা নিরাপদ আছে।’

পিবিএ/এএইচ

আরও পড়ুন...