পিবিএ,টাঙ্গাইল: টাঙ্গাইল শহরের দক্ষিন কলেজ পাড়ায় মহিষখোলা সড়কের শামীম কাউন্সিলরের বাড়ির পাশে ও মাস্টার ভিলার সামনে আজ দুপুরে বাংলাদেশ পুলিশ লেখা লাশের একটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। টাঙ্গাইল মডেল থানার এসআই বাশার জানান, এলাকাবাসি লাশের ব্যাগ দেখে এবং ব্যাগ থেকে দুর্গন্ধ বের হওয়ায় আতংকিত হয়ে পড়ে। পরে ঘটনাটি শহরেও কিছুটা আতংক সৃষ্টি করে।

এসময় ঘটনাস্থলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত হন। এ খবর পেয়ে টাঙ্গাইল মডেল থানার একটি টিম চলে আসে। তারা ব্যাগের আলামত নিতে থাকে। পরে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান ঘটনাস্থলে এসে সবার সামনে উক্ত লাশের ব্যাগের চেইন খুললে সব খোলাসা হয়ে যায়।
উক্ত ব্যাগের ভিতর থেকে একটি মোড়ানো তালাই ও কিছু কাপড়,ন্যাকরা বের হয়ে আসে। এদিকে এই ঘটনা সারা শহরে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভীড় করে। টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, শহরে আতঙ্ক সৃষ্টির জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। এই বিষয়ে সব এলাকাবাসিকে সজাগ ও সচেতন থাকতে হবে।
পিবিএ/আরআই