বাগেরহাটের কচুয়ায় মটরসাইকেল চাপায় নিহত-১

সোহাগ হাওলাদার,বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় মঙ্গলবার রাতে হেডলাইট নেভানো বেপরোয়া গতির মটরসাইকেল চাপায় লিলি দেবনাথ(৬৫) নামে এক ‘গুরুমাতা’ নিহত হয়েছেন। তিনি বাধাল ইউপির বিলকূল গ্রামের নারায়ন দেবনাথের স্ত্রী। উপজেলার বিলকূল নাথপাড়ায় বাড়ির সামনে সড়ক পার হবার সময় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘাতক মটরসাইকেলটি আটক করলেও চালককে তাৎক্ষনিক আটক করতে পারেনি। পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করেছে। বুধবার সকালে লাশের ময়না তদন্ত হয়। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।

নিহতের স্বজনেরা জানান, তিনি বাড়ির সামনে সড়ক পার হচ্ছিলেন। তখন একটি প্রাইভেটকরকে ধাওয়া করছিল হেডলাইট নেভানো একটি মটরসাইকেল। এই মটরসাইকেলের চাপায় লিলি দেবনাথ ঘটনাস্থলে নিহত হলে মটরসাইকেল ফেলে তার চালক পালিয়ে যায়।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...