বাগেরহাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

পিবিএ,বাগেরহাট: ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন, বাগেরহাট’র আয়োজনে এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুদক) এর সহযোগিতায় এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাটসহ বিভিন্ন সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন, র‌্যালি, শিক্ষার্থী সমবাবেশ ও আলোচনা সভা।

আজ সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির শুরু হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় সামনে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাগেরহাট’র অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।

এসময় অন্যানদের মধ্য উপস্থিত ছিলেন, উপপরিচালক, স্থানীয় সরকার দেব প্রসাদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, আনীয় সরকার বিশেষজ্ঞ ও ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, দুর্নীতি দমন কমিশন খুলনা কার্যালয়ের সহকারি পরিচালক মো. শাওন মিয়া, সনাক সভাপতি প্রফেসর চৌধুরী আব্দুর রব, দুপ্রক বাগেরহাট জেলা সভাপতি অধ্যাপক মোজাফফর হোসেন, সহ-সভাপতি অধ্যাপক আসাদুজ্জামান প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহারে দুর্নীতিকে ‘জিরো’ টলারেন্স ঘোষণা করা হয়েছে এবং জেলা প্রশাসন, বাগেরহাট তা বাস্তবায়নে বদ্ধ পরিকর। কর্মসূচি সমূহে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক, বেসরকারি সংস্থার প্রতিনিধি, দুপ্রক ও সনাক সংশ্লিষ্ট সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পিবিএ/সোহাগ হাওলাদার/বিএইচ

আরও পড়ুন...