পিবিএ,বাগেরহাটে: বাগেরহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার বিকালে বিপণন নিষিদ্ধ অর্ধলক্ষাধিক টাকার পলিথিন উদ্ধার করে ভস্মিভূত করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুজ্জামান ও থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম মোরেলগঞ্জ পৌর বাজারে অভিযান চালায়।
এসময় বাজারের মুদি পট্রি এলাকায় মনির হোসেনের দোকান থেকে বিপণন নিষিদ্ধ ৪ মন পলিথিন উদ্ধার করা হয়। অভিযানের খবর টের পেয়ে দোকানী মনির পালিয়ে যায়। পরে এসব পলিথিন উপজেলা শিক্ষা অফিস সংলগ্ন মাঠে ভস্মিভূত করা হয়।
পিবিএ/বিএইচ