বাঞ্ছারামপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পিবিএ,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার পৌর এলাকার আসাদনগর ব্রীজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্ উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত ব্যক্তির শরীরে অনেক আঘাতের চিহ্ন দেখা যায়।

পিবিএ/কাজী সুহিন/এমআর

আরও পড়ুন...