পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামে ব্রহ্মপূত্র ও ধরলা নদীর পানি স্থিতিশীল হলেও তীব্র ভাঙনের ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। রৌমারীর বন্দবের এলাকায় এলজিইডি’র সড়ক ভেঙ্গে গিয়ে উপজেলা এখন এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। প্রতিদিনই বাঁধ ভেঙ্গে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে বানের পানিতে।
প্রায় প্রতিটি নদীর পানিই বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এতে করে ডুবে যাচ্ছে ঘর-বাড়ি ও আবাদি জমি। ভেসে যাচ্ছে পুকুরের মাছ আর গবাদি পশু। না খেয়ে আর আশ্রয়ের অভাবে যেখানে দিন কাটছে বানভাসি মানুষদের, সেখানে কিছু ভিন্ন রূপও দেখা যায়। বন্যার পানি থেকে বাঁচাতে পরম মমতায় প্রিয় পশুটিকে পিঠে তুলে নেয়ার এমন দৃশ্যই বুঝি মানবিকতা।
পিবিএ/এমএসএম