বান্দরবানে ছেলে ধরা গুজব সংক্রান্ত সচেতনতা মূলক র‍্যালী ও আলোচনা সভা

 

নয়ন চক্রবর্তী , পিবিএ, বান্দরবান : বান্দরবানে ছেলে ধরা ও মাথা কাটা গুজব সংক্রান্তে সচেতনতা মূলক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বান্দরবান জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে “ছেলে ধরা ও মাথা কাটা গুজব সংক্রান্তে সচেতনতা সপ্তাহ ২৫-৩১ জুলাই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে সদরের ট্র্যাফিক মোড়স্থ বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরবর্তীতে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে একটি সচেতনা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদূর উশৈসিং,এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দাঊদুল ইসলাম জেলা প্রশাসক বান্দরবান পার্বত্য জেলা, জনাব জাকির হোসেন মজুমদার পুলিশ সুপার বান্দরবান , এ কে এম জাহাঙ্গীর চেয়ারম্যান সদর উপজেলা ,আওয়ামীলীগ এর বিভিন্ন নেতাকর্মী,সর্বস্তরের মানুষ ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

উক্ত আলোচনা সভার মাধ্যমে “ছেলে ধরা ও মাথা কাটা গুজবের কারনে সারাদেশে যে নিরাপরাধ মানুষ গুলো নির্মম বর্বরতার শিকার (গণপিটুনির) হয়ে মৃত্যু বরণ করেছে বর্তমান আমাদের এই সভ্যজাতি থেকে তা কখনোই কাম্য নয়। তাই নিজ এলাকায় সন্দেহ জনক গতিবিধি যুক্ত অপরিচিত কোন ব্যাক্তিকে দেখলে নিকটস্থ থানায় খবর দিতে আহব্বান জানান।

পিবিএ/নয়ন/জেডআই

আরও পড়ুন...