পিবিএ,বান্দরবান : বান্দরবানে ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে আটকের ঘটনা ঘটেছে। আটককৃত মহিলার নামঃ রোকেয়া বেগম( ১৮)স্বামীঃ হামিদউল্লাহ সাং কুতুপালংরোহিঙ্গা ক্যাম্প,কক্সবাজার ।
জানা যায় অদ্য শুক্রবার বেলা ১১ ঘটিকায় বিজয় ইসলাম শুভ (১৬) সাং অক্ষ্যংঝিড়ি (ব্রিগেট এলাকা) বালাঘাটা,বান্দরবান। বাড়ির পার্শ্ববর্তী লেবু ঝিড়ি পাহাড়ে গরুকে ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে গেলে জঙ্গলের আড়াল থেকে তিনজন পুরুষ ও একজন মহিলা অভিযোগ কারি বিজয় ইসলাম শুভকে ডাকে এবং দ্রুত বেগে তার নিকট আসলে সে ভয় পেয়ে চিৎকার করে আত্বরক্ষার উদ্দেশ্যে দৌড়দেন।
তার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে অভিযুক্ত চার জনের তিন পুরুষদ্বয় জঙ্গলে পালিয়ে গেলেও মহিলা (রোকেয়া বেগম) কে ধরে ফেলে।
পরে এলাকাবাসীর ক্রোধেরজেরে গণপিটুনি দিয়ে স্থানীয় পুলিশের নিকট সোপর্দ করেন। বান্দরবান সদর থানার এস,আই প্রনব দাশ উক্ত ঘটনার ঘটনার সত্যতা স্বীকার করে পিবিএ‘কে জানান মেয়েটি জনরোষের কবলে পড়ে গণপিটুনির শিকার হওয়ায় তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে তাকে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে মহামান্য আদালতে সোপর্দ করা হবে ।
পিবিএ,নয়ন চক্রবর্তী/ইকে