নয়ন চক্রবর্তী, বান্দরবান: বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলাম করোনা আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে সিভিল সার্জন ডা.অং সুই প্রু মার্মা এ তথ্য জানান। বৃহস্পতিবার রাতে কক্সবাজার ল্যাব হতে করোনা পরীক্ষার ফলাফল পাওয়ার পর এ তথ্য জানা যায়।
আগে সন্ধ্যায় কক্সবাজার থেকে আসা রিপোর্টে বান্দরবানের হিল ভিউ প্রাইভেট ক্লিনিকের চিকিৎসক ডাঃ কামরুল ইসলাম করোনা পজিটিভ শনাক্ত হয়। এ নিয়ে বান্দরবান সদরে আজ ২ জন করোনা শনাক্ত হয়। এনিয়ে বান্দরবানে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৭৮ জনে।
স্বান্থ্য বিভাগ সুত্রে জানায়, বৃহস্পতিবার রাতে বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলামসহ ২ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে কক্সবাজার ল্যাবে করোনা পরীক্ষার রিপোর্ট প্রকাশের পর তার করোনা পজেটিভ শনাক্ত হয়। গত ৯ জুন জেলা প্রশাসকের নমুনা সংগ্রহ করে কক্সবাজার ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
এদিকে কক্সবাজার ল্যাব থেকে আসা সন্ধ্যায় আরেকটি রিপোর্টে বান্দরবানের একটি প্রাইভেট ক্লিনিকের চিকিৎসক ডা. কামরুল এর করোনা পজিটিভ শনাক্ত হয়। এ নিয়ে ১১ জুন বান্দরবান সদরে ২ জন করোনা শনাক্ত হয়। বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ জন।
বান্দরবান সিভিল সার্জন ডা. অং সুই প্রু মার্মা বলেন, বৃহস্পতিবার বান্দরবান জেলার জেলা প্রশাসক দাউদুল ইসলামসহ সদরে দুইজন করোনা পজিটিভ শনাক্ত হয়। জেলা প্রশাসকের হালকা জ্বর ছিল। তবে বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন। তিনি জেলা ডিসি বাংলোতে আইসোলেশনে আছেন।
উল্লেখ্য, করোনা সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায় গত ১০ জুন বান্দরবান সদর ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষনা করে লকডাউন করা হয়
পিবিএ/এমএসএম