পিবিএ,বান্দরবান: বান্দরবানে সন্ত্রাসীর গুলিতে ইউপি সদস্য গুরুতর আহত হয়েছে। আহত ইউপি সদস্যর নাম চাইন সা হ্লা মার্মা (৩৫),পিতাঃ সাচিংপ্রু মার্মা,সে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাকীছড়া মাঝের পাড়ার ওয়ার্ড মেম্বার। ১৫ জুন সন্ধ্যা সাড়ে ৭ টায় বাকীছড়া মাঝের পাড়া নিজ বাড়ির পাশে এ হামলার শিকার হন।
সূত্রে জানাযায়, পাশের পাড়ার মংউশে মার্মা(২৬) কে জরুরী কথা আছে বলে ডাক দেয়। চাইন সা হ্লা মার্মা ঘর থেকে বের হওয়ার সাথে সাথে অজ্ঞাত পাহাড়ি একজন সশস্ত্র সন্ত্রাসী গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকার লোকজন গুরতর আহত অবস্থায় তাকে সন্ধ্যা সাড়ে ৮ টায় বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে।সদর হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত ৯টায় বান্দরবান সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়। বান্দরবান সদর থানা কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী সত্যতা নিশ্চিত করেন।
পিবিএ/নয়ন চক্রবর্তী/এমআর