বান্দরবান সড়ক যোগাযোগ স্বাভাবিক: বিচ্ছিন্ন রয়েছে রুমা থানছি

পিবিএ ,বান্দরবান: বার দিনের টানা প্রবল বর্ষনের ফলে বান্দরবান-কেরানিহাট সড়কের বিভিন্ন স্থান প্লাবিত হওয়ায় গত ৮ দিন ধরে সারাদেশের সাথে সড়ক যোগাযোগ ছিল বিচ্ছিন্ন। সড়ক থেকে পানি নেমে যাওয়ার কারনে বুধবার( ১৭ জুলাই) সকাল থেকে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। প্রবল বর্ষণে পাহাড়ের মাটি ভারসাম্য হারানোর ফলে হয়েছে বেশ কয়েকটি পাহাড় ধসের ঘটনা।

পাহাড় ধসের কারণে বান্দরবান-রুমা উপজেলা সড়কের ৯ মাইল, ১২ মাইল, এল দৌলিয়ান পাড়ার উপরে, হিমাক্রি, কৌক্ষংঝিড়ি সহ বিভিন্ন স্থানের সড়ক প্রায় নিশ্চিহ্ন। ফলে যোগাযোগের মাধ্যম হিসেবে বেছে নেয় পৌরানিক যোগাযোগের মাধ্যম নদী পথ এতে স্থনীরা পড়ে মহাবিড়ম্বনায়।

অপরদিকে বান্দরবান-থানচি সড়ক পথে ডিম পাহাড়ের পার্শ্ববর্তী ২৩ কিলোমিটার এলাকায় রাস্তায় বড় ধরনের ফাটল দেখা দিয়েছে, এতে দৃশ্যমান হচ্ছেনা উক্ত সড়কে চলাচল রত ভারি যানবাহন গুলো।

পিবিএ /নয়ন চক্রবর্তী/বাখ

আরও পড়ুন...