
ইমরান হোসাইন,কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জসীমউদ্দীনের বাবা রুহুল আমিন Acute instestional obstruction due to sigmoid volvulus নামক জটিল রোগে দীর্ঘদিন ধরে ভোগছেন। বর্তমানে তিনি বাড়িতে থাকলেও তার চিকিৎসা হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।
দুই বার অপারেশন করার পরও আশানুরূপ উন্নতি না হওয়ায় ডাক্তারের পক্ষ থেকে বলা হয়েছে আবার অপারেশন করবার জন্য। কিন্তু পর্যাপ্ত টাকা না থাকায় অপারেশন সম্ভব হচ্ছে না বলে জানান জসিমউদ্দিন।
তিনি এ বিষয়ে বলেন, ইতোপূর্বে আমার বাবার দুইবার অপারেশন করানো হয়েছে তাই কিছুটা আর্থিক সংকটে পড়েছি। চিকিৎসাবাবদ অনেক টাকা ধার করা হয়েছে। এমতাবস্থায় ধার করাও সম্ভব হচ্ছে না। সবাই যেন প্রত্যেকের জায়গা থেকে সহযোগিতা করে।
টাকা পাঠনোর ঠিকানা,
বিকাশঃ ০১৭৭৯-১২৩৪৮৭(পার্সোনাল)
নগদঃ ০১৭৭৯-১২৩৪৮৭(পার্সোনাল)