বাবা কৃষক। অনেক কষ্ট করে নিজের জমির ধান কাটছে। তাই বাবার কষ্টকে ভাগ করার জন্য বাবার সাথে যতটুকু সম্ভব ততটুকু ধানের বোঝা নিয়ে জমি থেকে বাড়িতে যাচ্ছে ৪র্থ শ্রেণীর ছাত্র রিফাত হোসেন জাকারিয়া। কারণ তার স্কুলের সময় তখনও হয়নি। সময় হলে আবার স্কুলে চলে যাবে। ফিরে এসে পড়াশোনার ফাকে বাবাকে সহযোগীতা করবে। ছবিটি বৃহস্পতিবার সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর এলাকা থেকে তোলা। ছবি : পিবিএ / নাজমুল হাসান নাহিদ