‘বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।’ কবি রজনীকান্ত সেনের ছড়াটির নায়ক নিপুণ বাসা তৈরির কারিগর বাবুই পাখি। একই গাছে অনেকগুলো বাসা বাঁধে এই পাখি। ঘাস, খড়কুটো বা নারকেলগাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তারা বোনে তাদের বাসা। ছবিটি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর বাহের পাড়া এলাকা থেকে তোলা। ছবি : পিবিএ/প্রীতম মাহমুদ

আরও পড়ুন...