বালু বোঝাই ট্রাক চাপায় নিহত এক

পিবিএ,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সিরাজগঞ্জ -নলকা আঞ্চলিক সড়কের ভদ্রঘাট এসি আই গোদরেজ মিলের সামনে রাস্তায় একটি বালু বোঝাই ট্রাক এক ব্যবসায়ীকে চাপা দিলে ঘটনাস্হলেই নিহত হন। বুধবার (২৫ মার্চ) দুপুরে নিহত আসলাম (৩৬) এর বাড়ি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী গ্রামের মরহুম আলীর ছেলে।

এ ঘটনায় কামারখন্দ থানার পরিদর্শক (তদন্ত) জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্হরে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ট্রাকটি আটক করা হলেও ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। ঘটনা তদন্ত করে মামলা দায়ের করা হবে ।

পিবিএ/সোহাগ লুৎফুল কবির/বিএইচ

আরও পড়ুন...