বাসের ধাক্কায় প্রাণ হারালো মোটরসাইকেল আরোহী

রাজন্য রুহানি,জামালপুর: যাত্রীবিহীন বাসের ধাক্কায় প্রাণ হারালো রফিকুল ইসলাম(৫০) নামে এক মোটরসাইকেল আরোহী। জামালপুরের বকশীগঞ্জের বাট্টাজোড় ইউনিয়নের কুলুবাড়ি এলাকায় শুক্রবার (৮ মে) সকালে ঘটে এ দুর্ঘটনা। গুরুতর আহতাবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওই আরোহীর মৃত্যু হয়। নিহত মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলামের বাড়ি কুলুবাড়ি গ্রামে। তার পিতার নাম ফসি উদ্দিন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট পিবিএ’কে জানান, বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি ঘটেছে হাইওয়ে সড়কে। তাই হাইওয়ে থানার ওসি এ সম্পর্কে বিশদ বলতে পারবেন।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি কাজী খোরশেদ আলম পিবিএ’কে জানান, শুক্রবার সকাল ৯ টার দিকে বকশীগঞ্জ থেকে ঢাকা মেট্রো ব ১৫-৭০১১ নম্বরের একটি যাত্রীবিহীন বাস উপজেলার কামালপুরের দিকে যাচ্ছিল। পথে ওই বাসটি রফিকুল ইসলামের চালিত মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলসহ তিনি দূরে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

অবস্থা আশঙ্কাজনক হলে তৎক্ষণাৎ তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়। ঘাতক বাস ও মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে। দুর্ঘটনা পর পালিয়ে গেছে বাসচালক। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...