বাহারী রকমের ইফতারি নিয়ে জমে উঠেছে রাজধানী চকবাজারের শাহী ইফতার। ঢাকাইয়া ইফতার মানে আভিজাত্য। নানান পদের ইফতার ছাড়া যেন তাদের চলেই না। কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ ও পোড়া তেলে ভাজা এই ইফতারি, আপনার ও আমার জন্য কতটুকু স্বাস্থসম্মত ও নিরাপদ? ছবিটি রাজধানী ঢাকার চকবাজারের শাহী ইফতার মেলা থেকে তোলা। ছবিঃ পিবিএ