বিএনপির সঙ্গে বৈঠকে ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশির সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল ৪টার দিকে ইরান রাষ্ট্রদূত মানসুর চাভোশি গুলশান কার্যালয়ে এসেছেন। আর আগে থেকে কার্যালয়ে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ।

এর আগে ৪ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যর হাইকমিশনার সাহার কুক।

আরও পড়ুন...