পিবিএ,ঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। দলের চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন।
জানা গেছে, বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশ সফল করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি ছাত্রদলের চলমান সঙ্কট নিরসনের বিষয়ে কথা হবে। ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে অচলাবস্থা চলছে।
কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত বিভাগীয় সমাবেশের প্রথমটি বৃহস্পতিবার (১৮ জুলাই) বরিশালে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয়টি চট্টগ্রামে শনিবার (২০ জুলাই)। এরপর বৃহস্পতিবার (২৫ জুলাই) খুলনায় সমাবেশ করবে বিএনপি। এসব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারাও উপস্থিত থাকবেন।
বরিশাল বিভাগের সমাবেশ নিয়ে পর্যালোচনা এবং অন্যান্য বিভাগের সমাবেশ সফল করতে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে শুক্রবারের বৈঠক থেকে। পাশাপাশি সব বিভাগে সমাবেশ করার পর ঢাকায় একটি বড় সমাবেশ করার বিষয়েও আলোচনা হতে পারে।
বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপের মাধ্যমে লন্ডন থেকে যোগ দিয়েছেন বলেও জানিয়েছে একটি সূত্র।
পিবিএ/ইকে