পিবিএ ডেস্ক : ‘বডি বিল্ডিং’ শব্দটির সঙ্গে আমরা সকলেই পরিচিত। ভালো বাংলায় যাকে বলে ‘দেহ সৌষ্ঠব‘। আর আমাদের সকলের ধারণা বডি বিল্ডিং শুধু ছেলেদের জন্য। মেয়েদের জন্য নয়। যেমনটা বলা হয় মেয়েরা রান্নাবাটি খেলবে, পুতুল খেলবে। আর ছেলেরা শুধুই ব্যাট-বল। যদি কোনও কারণে ভাই দিদির পুতুল খেলার সঙ্গী হয় তখন তাকে বলা হয় কি মেয়েদের খেলা খেলছিস!
এখানেই আমাদের সমস্যা। আমরা ধরেই নিই কোনটা ছেলেদের আর কোনটা মেয়েদের জন্য বরাদ্দ। যাই হোক আসল কথায় আসা যাক। বিকিনি বডি বলতে আমরা কি বুঝি? ক্ষীণ কটি আর হাড়ের উপর চামড়ার আস্তরণ? না একেবারেই তা নয়। বিকিনি বডি কনটেস্ট হল মেয়েদের বডি বিল্ডিং প্রতিযোগিতা। প্রচুর পেশি, ৮ প্যাকসের বাধ্যবাধকতা নেই। তবে মেদবহুল একেবারেই চলবে না। শরীরের প্রতিটি অঙ্গের প্রপার শেপ থাকবে। সোজা বাংলায় যাকে ‘সেক্সি’ বলা যায়। আমাদের রাজ্যের মেয়েরা অনেকেই এই বিষয়টি জানেন না।
এমনকী চর্চা বা প্রতিযোগিতাও খুব কম হয়। কিন্তু আমাদের রাজ্যেই এমন এক কন্যা আছেন যিনি বিকিনি বডি প্রতিযোগী হিসেবে দেশের বড় বড় প্রতিযোগীদের টেক্কা দিয়েছেন। তিনি অনন্যা ঘোষাল। পেশায় আই টি কর্মী। এ শহরেরই বাসিন্দা। কথা সূত্রে অনন্যা জানালেন, ছোট থেকেই নিয়মিত শরীরচর্চা করেন। জিম করেন। সেখান থেকেই তার ট্রেইনার ইন্দ্রনীল মাইতি তাকে আবিষ্কার করেন। বোঝান বিকিনি বডি কনটেস্ট আসলে কী। আর সেখান থেকেই শুরু চর্চা। তবে তার আক্ষেপ কলকাতায় এমন প্রতিযোগীতার আয়োজন খুবই কম হয়। বলতে গেলে হয়ই না।
পিবিএ/জিজি