বিজিবি মহাপরিচালকের হিলি সীমান্ত পরির্দশন

পিবিএ,হিলি: হিলি সীমান্ত এলাকা পরির্দশন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুর ইসলাম।

রবিবার দুপুরে হেলিকাপ্টার যোগে হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে তিনি আসেন। পরে সীমান্তের আইসিপি ক্যাম্প পরির্দশন করে দেখেন তিনি। এসময় ক্যাম্পের অভ্যন্তরে বিজিবি’র একটি দল তাকে গার্ড আব অর্নার প্রদান করেন। পরে বিজিবির ক্যাম্প ঘুরে দেখেন এবং সীমান্তের বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন তিনি।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ মোহাম্মদ আনিসুল হক পিবিএ’কে জানান,এলাকা পরির্দশনের রুটিন অনুযায়ী আজকে আমাদের মহাপরিচালক মহাদয় আজকে হিলিতে আসেন। এরপর তিনি সীমান্ত ঘেষাঁ বিজিবি আইসিপি ক্যাম্প পরির্দশন করেন। এসময় তিনি উন্নত মানের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সীমান্তকে কিভাবে সুরক্ষিত করা যায় এ বিষয়ে নির্দেশ দেন ।

এসময় বিজিবির মাহা পরিচালকের সাথে উপস্থিত ছিলেন সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি অপারেশন পরিচালক লেঃ কর্ণেল আবেদীন, রংপুর উত্তর-পশ্চিম রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জালাল গনি খান,দিনাজপুর সেক্টর কমান্ডার সোহরাফ হোসেন ভ’ইয়া ,জয়পুরহাট ২০ বিজিবি অধিনায়ক রাশেদ মোহাম্মদ আনিসুল হক।

পিবিএ/এসআর/হক

আরও পড়ুন...