
হোটেলের এই কক্ষে ধর্ষণ করা হয় বিদেশ গমনেচ্ছু গার্মেন্টসকর্মীকে। বিদেশ পাঠানোর কথা বলে ঢাকার একটি আবাসিক হোটেলে নিয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভূক্তভোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে কাফরুল থানা পুলিশ।
গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিদেশ যেতে ইচ্ছুক নারায়ণগঞ্জের ওই গার্মেন্টসকর্মী স্বজন নিয়ে রাজধানীর কাফরুল থানায় হাজির হয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ করেন। পরে হোটেলটিতে অভিযান চালায় পুলিশ।
ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, কয়েক মাস আগে মালয়েশিয়ার ভিসা দেওয়ার কথা বলে ওই নারীর কাছ থেকে প্রায় এক লাখ টাকা নেন সাগর নামের এক ব্যক্তি। দীর্ঘদিনেও ভিসার ব্যবস্থা না করায় মনোমালিন্য হয় তাদের মধ্যে। এ অবস্থায় টাকা ফেরত চাইলে নানা টালবাহানা শুরু করেন সাগর। গত রবিবার মিরপুরের শেওরাপাড়ায় একটি আবাসিক হোটেলে ডেকে আনা হয় ভুক্তভোগী নারীকে। এরপর সেখানে আগে থেকে অবস্থানরত ৮-১০ জন মিলে তাকে ধর্ষণ করেন।
অভিযোগ আমলে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার ভবনটিতে বাইরে থেকে জিম ও শপিং সেন্টার দেখা গেলেও ভেতরে মেলে কয়েকটি গোপন কক্ষের সন্ধান। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় গ্রিল কেটে ও দরজা ভেঙে আটক করা হয় অভিযুক্ত একজনকে। একটি কক্ষে মেলে মদ ও ফেনসিডিলের বোতল।
আটককৃত ব্যক্তি ও ভবনের এক কেয়ারটেকারের দাবি, স্থানীয় প্রভাবশালীদের মদদে ভবনটিতে দীর্ঘদিন ধরেই চলছে অনৈতিক কার্যকলাপ।
এ ঘটনায় একটি মামলা রুজুর কথা জানিয়েছে কাফরুল থানা পুলিশ।