পিবিএ, ঢাকা : যাত্রীদের কাছে সহজে সেবা পৌঁছে দিতে সম্প্রতি মোবাইল অ্যাপ চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এবার সেই অ্যাপের মাধ্যমে টিকিট কিনলে ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দিলো রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্রমণে ১০ শতাংশ ছাড়ের সুবিধা পাওয়া যাবে। এজন্য প্রোমোকোড BIJOY71 ব্যবহার করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অ্যাপ ব্যবহার করে বিমানের সব রুটের টিকিট কেনা যাবে। এক্ষেত্রে বিকাশ, রকেট অথবা যেকোনও ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা মূল্য পরিশোধ করতে পারবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস নামের অ্যাপটি গুগল প্লে-স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
টিকিট কেনা ছাড়াও যাত্রীরা ফ্লাইট সম্পর্কিত সব তথ্য, ফ্লাইট স্ট্যাটাস, ফ্লাইট শিডিউল, সেলস সেন্টারগুলোর ঠিকানা, অনলাইন টিকিট, রিফান্ড হেল্পডেস্ক ও টিকিট বুকিং সংক্রান্ত সমস্ত তথ্য জানা যাবে এই অ্যাপের মাধ্যমে।
পিবিএ/জেডআই