বিরলে নতুন আরো ২ জন করোনায় আক্রান্ত

পিবিএ,দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলায় করোনা (কোভিড-১৯) আরও নতুন ২ জন আক্রান্ত হয়েছে।

শুক্রবার রাত ৮ টায় সিভিল সাজর্ন মোঃ আব্দুল কুদ্দুছ জানান, নতুন আক্রান্ত এই ২ জনের মধ্যে বিরল সদর হাতপাতালের নার্সেস স্টাফ কোয়ার্টারে ১ জন নির্মল কুমার রায় বয়স ২৪ এবং বিরলে টেপুয়া গ্রামের ১ জন মোঃ শাহ আলম বয়স ২৫। এই নিয়ে দিনাজপুর জেলায় (কোভিড-১৯) পজিটিভ সংখ্যা সর্বমোট পূর্বে ৩৬ + ২ = ৩৮ জন এর মধ্যে ২৯ জন পুরুষ ও ৭ জন মহিলা এবং ২ জন শিশু।

আর গত ২৪ ঘন্টায় ৫৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গতকাল পর্যন্ত দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে মোট ৭৪টি নমুনার ফলাফল পাওয়া গেছে এর মধ্যে ২টি করোনা (কোভিড-১৯) পজিটিভ বাকীগুলি নেগেিেটভ।

অদ্যাবধি ল্যাবটেরিতে প্রেরিত নমুনার সংখ্যা ৯৪৪ টি এবং অদ্যাবধি ফলাফল পাওয়া নমুনার সংখ্যা ৯০০ টি। মধ্যে ৩৭ জন জীবিত ব্যক্তি ও ১ জন মৃত ব্যাক্তি করোনা রোগী শনাক্ত হয়েছে।

এই মোট ৩৮ জন ভাইরাস আক্রান্ত রোগীর মধ্যে (দিনাজপুর সদর ১০ জন, কাহারোল ৭ জন, বোঁচাগঞ্জ ২ জন, ফুলবাড়ী ১ জন, পার্বতীপুর ৫ জন, নবাবগঞ্জ ৪ জন ও ঘোড়াঘাট ৪ জন, হাকিমপুর ২ জন, চিরিরবন্দর ১ জন ও বিরল ২ জন) মোট ১০টি উপজেলায় রয়েছে। ইতি পূর্বে সুস্থ হয়েছে ৫ জন তার মধ্যে সদরে- ২ জন, ফুলবাড়ী-১ জন, নবাবগঞ্জ- ১ জন এবং পার্বতীপুরে- ১ জন। পূর্বের ও বর্তমানে হোম আইসোলেশনে রয়েছে ২৯ জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছে ১ জন (নবাবগঞ্জ উপজেলা)। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি -২ জন। মৃত্যু বরন করেছেন ১ জন।

শেষ খবর পাওয়া পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ৬০৫১ জনের মধ্যে ৪২২৮ জন সুস্থ থাকায় অব্যাহতি পেয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাড়িছে ১৮২৩ জন।

গত ২৪ ঘন্টায় নতুন করে দিনাজপুর জেলায় ৫৯ জন হোম কোয়ারেন্টাইন গ্রহন করেছে। অদ্যাবধি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে প্রেরিত হয়েছেন ২১০ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি পেয়েছে ৯৭ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ১১৭ জন।

সিভিল সার্জন জানান, আর যারা ইতিমধ্যে নারায়নগঞ্জ, ঢাকা ও গাজীপুর থেকে এসেছে এবং ইতিপূর্বে যারা হোম কোয়ারেন্টাইনে ছিল তাদের সন্দেহ হলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। আক্রান্ত ব্যক্তিগন ইতি পূর্বে ঢাকা ও নারায়নগঞ্জ থেকে এসেছে।
পিবিএ/রফিকুল ইসলাম ফুলাল/এএম

আরও পড়ুন...