পিবিএ,দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলায় আনাসা নামের একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় অপারেশনের সময় রেশমা আক্তার বিজলী নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ বিষয়ে নিহতের চাচা বাদী হয়ে বিরামপুর থানায় সংশ্লিষ্ট চার ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এসময় ঘটনাস্থল থেকে ফারজানা ইয়াসমীন নামের এক ডাক্তারকে আটক করে পুলিশ। অন্য আসামীরা হলেন,আনাসা ডায়াগনষ্টিক এন্ড হাসপাতালের স্বত্তাঅধিকারি ডাক্তার খন্দকার মশিউর রহমান,সামিউন নেসা আদুরী,মোরশেদ হোসেন।
গতকাল বুধবার রাতে উপজেলার শহরস্থ দোয়েল চত্বরের সামনে এই ক্লিনিকে ঘটনাটি ঘটে। নিহতের স্বজন ও পুলিশ জানায়,উপজেলার বিসকিনি এলাকার আবু তালেবের স্ত্রী রেশমা জরায়ুতে সমস্যার কারনে বুধবার সকালে আনাসা হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি করায়।এরপর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর লোকজনদের সাথে পরার্মশ না করেই রোগীক অপারেশন করার জন্য অপারেশসন থিয়েটরে নিয়ে যায়।অপারশেন সংক্রান্ত কোন পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অপারেশন শুরু করে দেয় ঐ ক্লিনিকের কথিত ফারজানা ইয়াসমীন জলি নামের এক ডাক্তার। অপারেশন চলাকালীন রোগী মৃত্যু ঘটে বলে দাবি স্বজনদের।
রোগী স্বজনরা বুঝে উঠার আগেই তাড়াহুড়া করে লাশটিকে বের করে দেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি জানাজানি হলে হাসপাতাল ঘিরে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।এসময় হাসপাতালে ডাক্তার ও নার্স না থাকায় হাসপাতালটি সিলগালা করে দেয় উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান।
পিবিএ/সোহেল রানা/বিএইচ