বিরামপুরে মামার সাথে নদীতে গোসল করতে নেমে ভাগ্নি নিখোঁজ

পিবিএ,হিলি (দিনাজপুর): দিনাজপুরের বিরামপুরে ছোট যমুনা নদীতে মামার সাথে গোসলে নেমে যুথি আকতার (৯) নামের এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার কৃষ্টচাঁদপুর এলাকায় শাখা যমুনা নদীতে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করলেও এখনো উদ্ধার করতে পারেনি। রংপুর থেকে ডুবুরি দল আসে উদ্ধার অভিযান চালাছে। শিশু যুথি (৯) পৌর শহরের ইসলামপাড়া এলাকার কবির হোসেন এক মাত্র মেয়ে।

শিশুটির মামা শাকিব হোসেন বলেন,‘ গত তিন দিন আগে মায়ের সঙ্গে আমাদের বাড়িতে বেড়াতে আসে যুথি ও তার মা। বেলা সাড়ে ১১ টার দিকে আমাদের সঙ্গে যুথি নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে সে নদীর কোথায় তলিয়ে যায় বুঝতে পারি না।পরে অনেক খোঁজাখোঁজির পরও তাকে পাওয়া যায়নি।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন,দুপুর থেকে শিশুটিকে উদ্ধারের কাজ চলছে। আমরা রংপুর থেকে ডুবুরী দল নিয়ে এসেছি তারা এখনো নদীতে খোঁজখুঁজি করছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মেয়েটিকে পাওয়া যায়নি।

পিবিএ/সোহেল রানা/এমআর

আরও পড়ুন...