পিবিএ, নরসিংদী: বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে নরসিংদীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়।
পরে এক র্যালী শিল্পকলা একাডেমী হল রুমে গিয়ে শেষ হয়। সবশেষে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমী হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের সহ সভাপতি প্রফেসর অহিভূষন চক্রবর্তীর সভাপতিত্বে স্থানীয় সরকারের উপ পরিচালক ড. মাহবুব উল করীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় আলোচনা করেন সিভিল সার্জন ডা: মো: হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমান ও রেড ক্রিসেন্টের সাধারন সম্পাদক হাজী আ: সাত্তার প্রমূখ।
পিবিএ/এসই/হক