বেনাপোলে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার অগ্রভূলোট গ্রাম থেকে জাহান আলী (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বাগআঁচড়া ফাঁড়ি পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

মৃত জাহান আলী শার্শা উপজেলার ৬ নম্বর গোগা ইউনিয়নের অগ্রভুলোট গ্রামের আব্দুর রহিমের ছেলে।

বাগআঁচড়া পুলিশ ফাড়ির ইনচার্জ উত্তম কুমার জানান, খবর পেয়ে আমরা শার্শা উপজেলার অগ্রভূলোট গ্রামের ঘটনাস্থলে যাই। তারপর দেখি জাহান আলী (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ ঝোলানো আছে। সেখান থেকে জাহান আলীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এটা আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তদন্ত শেষে জানা যাবে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...