পিবিএ,বেনাপোল: যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা শুক্রবার (১ মার্চ) দুপুর ২টার সময় বেনাপোল পোর্টথানাধীন আমড়াখালী চেকপোস্ট থেকে ১০ লক্ষ হুন্ডির টাকাসহ ২ পাচারকারীকে আটক করেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোল পোর্টথানাধীন আমড়াখালী চেকপোস্ট দিয়ে ছোট ট্রাকে করে বিপুল পরিমান হুন্ডির টাকার একটি চালান পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টে বেনাপোল বিজিবি ক্যাম্পের কোম্পানী কমন্ডার সুবেদার মিজানুর রহমানের নেতৃত্ব অভিযান চালিয়ে ১০ লক্ষ হুন্ডির টাকাসহ দুই হুন্ডি পাচারকারীকে আটক করা হয়। আটকৃতরা হলেন বেনাপোল পোর্টথানার ছোট আঁচড়া গ্রামের আফছার আলীর ছেলে আব্দুর রশিদ (২৬) ও শার্শা থানার বাহাদুরপুর গ্রামের আলাউদ্দিন বিশ্বাসের ছেলে মিনার বিশ্বাস (২৩)।
যশোর ৪৯ বর্ডার ব্যাটালিয়নের অধিনায় লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা (পি,এস,সি এ,সি) বিষয়টি নিশ্চিত করে জানান, বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে ১০ লক্ষ হুন্ডির টাকাসহ দুই হুন্ডি পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধের হুন্ডি পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হবে।
পিবিএ/এনএইচ/ এফএস