বেনাপোল সিমান্তে বিজিবি অভিযানে ভারতীয় ফেন্সিডিল সহ আটক ১

পিবিএ, বেনাপোল : খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) – এর অধীনস্থ পুটখালি বিওপি’র একটি টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সিমান্তের ১৭/৭ এস এর ১৭৪ আর পিলার হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর গ্রামস্থ বালুর মাঠ বিজিবি পোষ্টের পিছনে অভিযান পরিচালনা করে মোঃ মামুন আলী, পিতাঃ- মোঃ মহিদুল আলম, গ্রামঃ- শ্যামলাগাছী, পোষ্টঃ- শার্শা, থানাঃ- শার্শা, জেলাঃ- যশোরকে ৩৯৯ বতল ভারতীয় ফেন্সিডিল সহ হাতেনাতে আটক করা হয়। যার (মূল্য-১,৫৯,৬০০/- টাকা) প্রায়।

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল ইমারান উল্লাহ সরকার জানান গোপন সংবাদের ভিত্তিতে আমাদের বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেছে এবং পরবর্তীতে মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামী ও মালামাল বেনাপোল পোর্ট থানায় সোপর্দ/জমা করা হয়েছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...