বেনাপোল সীমান্ত থেকে গাঁজাসহ ফেনসিডিল ও মদ উদ্ধার

পিবিএ,বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ৩৮ কেজি গাঁজা ১৫০ বোতল ফেনসিডিল ও ৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রোববার (৩১ মে) সকালে সাদিপুর সীমান্তের মাঠের মধ্য থেকে মাদকের এ চালানটি জব্দ করা হয়।

বেনাপোল ৪৯ আইসিপি ক্যাম্প কমান্ডার আব্দুল ওহাব জানায়, ভারত থেকে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে সাদিপুর সীমান্তের মাঠের মধ্যে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা, ১৫০ বোতল ফেনসিডিল ও ৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল সেলিম রেজা বলেন, করোনাকালীন সময়ের মধ্যে যশোর বিজিবি‘র অপারেশনাল কার্যক্রম অব্যহত রয়েছে। পরিস্থিতির সুযোগে নিয়ে যাতে কোন মাদক চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিশেষ নজরদারী বৃদ্ধিসহ সীমান্তে জনবল বৃদ্ধি করা হয়েছে।

পিবিএ/শেখ নাছির উদ্দিন/বিএইচ

আরও পড়ুন...