বেশি মুসল্লির সঙ্গে মোনাজাতে দোয়া কবুল হয় বলে ইজতেমাতে লাখো মুসল্লির সঙ্গে মোনাজাতে অংশগ্রহন করতে দূর-দূরান্ত থেকে মানুষ এসেছেন টঙ্গী ইজতেমা ময়দানে। কিন্তু ময়দানে এতো মানুষের সংকুলান না হওয়ায় কেউ ময়দানের বাইরের অংশে, রাস্তায়, তুরাগ নদীতে অবস্থিত নৌকার উপরে, ছাদের উপরে, তুরাগ নদীর দ্বারে কেউবা আবার তুরাগের ওপর সেনাবাহিনী নির্মিত ভাসমান সেতুর ওপরে এবং উত্তরা আব্দুল্লাহপুর সহ সব জায়গা থেকে মুসল্লিরা মোনাজাতে অংশগ্রহন করেন। শনিবার ১৬ ফেব্রুয়ারী। ছবি: পিবিএ