পিবিএ,বোয়ালমারী: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার নবগঠিত কৃষকলীগের নির্বাচিত সদস্যদের নিয়ে উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য, আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।
বর্ধিত সভা উপলক্ষে শনিবার (২৯.০২.২০) দুপুরে ওয়াবদা মোড়স্থ বোয়ালমারী উপজেলা কৃষকলীগের কার্যালয়ে উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকুর সঞ্চালনায় বক্তৃতা করেন ময়না ইউনিয়নের সভাপতি লুৎফর রহমান মৃধা, গুনবহা ইউনিয়ন সভাপতি আক্তার হোসেন মোল্যা, সাতৈর ইউপি সভাপতি মো. আফসার শেখ, পরমেশ্বরদীর সভাপতি মুকুল ফকির, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, জামাল মিয়া, বিলাল শেখ প্রমুখ। বর্ধিত সভায় পৌরসভা ও বোয়ালমারী উপজেলার দশটি ইউনিয়নের নব গঠিত কমিটির পাঁচশতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পিবিএ/মোস্তাফিজুর রহমান/বিএইচ