রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাসের অন্তত পাঁচটি যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়া বলছে, ‘সোমবার সকালে তারা এ পাল্টা আক্রমণ শুরু হয়েছে।’
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, ‘শত্রুদের প্রাথমিক লক্ষ্য ছিলো যুদ্ধক্ষেত্রে যেসব পয়েন্ট আমাদের প্রতিরক্ষাব্যূহ দুর্বল, সেখানে পাল্টা হামলা চালিয়ে তা ভেদ করা। শত্রুরা সেটি করতে ব্যর্থ হয়েছে এবং তাদের প্রচেষ্টা অসফল হয়েছে।’
মস্কোর কর্মকর্তারা ইউক্রেনের ক্ষয়ক্ষতির বিষয়টি উল্লেখ করে জানিয়েছেন, পাল্টা এ আক্রমণে ইউক্রেন প্রথম ধাক্কায় আড়াইশর বেশি সৈন্য হারিয়েছে। পাশাপাশি ১৬টি ট্যাংক, তিনটি পদাতিক যান এবং ২১টি সাঁজোয়া যান হারিয়েছে। তারা ইউক্রেনের সামরিক যানের ওপর হামলা চালানোর বিভিন্ন ভিডিও প্রকাশ করেছে।
মস্কো জানিয়েছে, ইউক্রেন যুদ্ধক্ষেত্রে তাদের কৌশলগত রিজার্ভ থেকে ২৩তম এবং ৩১তম মেকানাইজড ব্রিগেড নামিয়েছে। এই দুটি ব্রিগেডকে সহায়তা দিচ্ছে অন্যান্য ব্রিগেড বা ইউনিট।
এর আগে, গত শনিবার (৩ জুন) ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছিলেন, কিয়েভ তার দীর্ঘ-পরিকল্পিত পাল্টা আক্রমণ শুরু করতে প্রস্তুত। তবে তার কার্যালয়ের উপ-প্রধান পরিচালক ইগর জোভকভা একই দিনে বলেছিলেন যে, তার দেশ এখনও সফল অভিযান চালানোর জন্য পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ পায়নি।
এদিকে, কিয়েভ সম্প্রতি রাশিয়ার সীমান্তবর্তী শহরগুলোতে আর্টিলারি এবং ড্রোন হামলা বাড়িয়েছে। গত সপ্তাহে মস্কোতে একটি মনুষ্যবিহীন ড্রোন হামলাও চালিয়েছিল দেশটি।