পিবিএ,ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় ৩ কেজি গাঁজা সহ ফিরোজা বেগম (৩০) নামের একজন মহিলা মাদক ব্যবসায়িকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার দুপুরে পৌর সদরের ছিলাধরচর সদরদী গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ঐ গ্রামের শেখ ফরিদ এর স্ত্রী বলে জানা গেছে।
থানা পুলিশ ও এলাকাবাসীর সূত্র মতে, দীর্ঘদিন যাবৎ ফিরোজা বেগম ও তার পরিবারের অন্য সদস্যরা মাদক ব্যবসা করে আসছিল। এর পূর্বেও একাধিকবার মাদকসহ তাকে এবং তার পরিবারের অন্য সদস্যদেরকে পুলিশ আটক করেছিল।
এ বিষয়ে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমিসহ থানা পুলিশের একটি দল তার বাড়ীতে তল্লাশী করি। এ সময় ঘরের ভেতর লুকিয়ে রাখা ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে ফিরোজাকে আটক করে থানায় নিয়ে আসি। তিনি মাদক নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করেন। থানার ডিউটি অফিসার এসআই সুমন জানান, মাদকসহ আটককৃত ফিরোজা বেগমের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
পিবিএ/রফিকুল ইসলাম/বিএইচ