ভালুকায় মিল শ্রমিকদের ছাটাই আতঙ্ক

পিবিএ,ভালুকা: ময়মনসিংহের ভালুকায় কারখানা ছুটি দিয়ে পরিচয়পত্র রেখে দেওয়ায় মঙ্গলবার বিকেলে উপজেলা মেহেরাবাড়িতে অবস্থিত লাবিব গ্রুপের লিংকিং ফ্লেরের শ্রমিকদের মাঝে ছাটাই আতংঙ্ক ছড়িয়ে পড়ে। এনিয়ে বিক্ষুদ্ধ শতশত শ্রমিক কারখানার ভিতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে স্থানীয় প্রশাসন ও ভালুকা মডেল থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

শ্রমিক সূত্রে জানা যায়, ভালুকার মেহেরাবাড়িতে অবস্থিত লাবিব গ্রুপ কর্তৃপক্ষ চলতি বেতন দিয়ে তাদের কারখানা ছুটি ঘোষণা করে। একই সময় তারা কারখানার লিংকিং ফ্লোরের ছুটি যাওয়া শ্রমিকদের পরিচয়পত্র জমা রেখে তিনিটি সিটে স্বাক্ষর রাখতে শুরু করে। পরে শতশত শ্রমিক কারখানার ভিতর অবস্থান নিয়ে তাদের পরিচয়পত্র ফিরিয়ে দেওয়াসহ অন্যান্য দাবি তুলেন।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা ও ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাঈদ উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

বিক্ষুদ্ধ শ্রমিকরা জানায়, লাবিব প্রুপের লিংকিং ফ্লোরে তারা প্রায় ১৪শত শ্রমিক কাজ করেন। কারখানা কর্তৃপক্ষ হঠাৎ কারখানাটিতে ছুটি ঘোষণা করে এবং তাদের পরিচয়পত্র জমাসহ তিনটি সিটে স্বাক্ষর রাখছেন। তিন মাসের বেতন না দিয়েই সেলারী সিটে তাদের স্বাক্ষর নিয়ে তাদেরকে কৌশলে ছাঁটাই করে দিচ্ছেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাঈদ উদ্দিন জানান, মালিক শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। কর্তৃপক্ষ শ্রমিকদের পরিচয়পত্র দিয়ে ফিরিয়ে দিবেন এবং স্বাক্ষর নেওয়া তিনটি সিট বাতিল করবেন বলে কথা দিয়েছেন। কারখানার পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে।

পিবিএ/আলী আকবর সাজু/বিএইচ

আরও পড়ুন...