সাজ্জাদুল আলম খান,ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে উপজেলা আওয়ামীলীগ।
গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা যুবলীগ কার্যালয়ে মিলাদ, দোয়া ও আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শওকত আলীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উমর হায়াৎ খান নইমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক আঃ রাজ্জাক, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ৭ নং মল্লিকবাড়ি ইউপি চেয়ারম্যান এস এম আকরাম হোসাইন প্রমুখ।
এছাড়াও উপজেলা, পৌর ও সকল ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা হৃদরোগে আক্রান্ত ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।