পিবিএ,ভালুকা: ময়মনসিংহের ভালুকা উপজেলায় শ্বাসকষ্ট, সর্দি ও জ্বর নিয়ে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার রাত পৌনে ১১ টার দিকে নিজ বাড়ীতে ওই ব্যক্তির মৃত্যু হয়।
তাঁর নাম নজরুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার মেদুয়ারী ইউনিয়নের শোয়াইল গ্রামের আজগর আলীর ছেলে। পেশায় তিনি একজন কাঠ মিস্ত্রি ছিলেন।
এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল বলেন,গত কিছু ধরে নজরুল ইসলাম সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার রাতে তিনি শারীরিক অবস্থার অবনতি হয়ে নিজ বাড়িতেই মারা যান। তাঁর নমুনা সংগ্রহ করে ময়মনসিংহের পিসিআর ল্যাবে পাঠানো হবে। নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে তাঁর কার্য সম্পন্ন করা হবে।
পিবিএ/আলী আকবর সাজু/এএম