ভালুকায় করোনার উপসর্গ নিয়ে ১জনের মৃত্যু

পিবিএ,ভালুকা: ভালুকায় করোনা উপসর্গ নিয়ে এক কোনআনের হাফেজের মৃত্যু হয়েছে। নিহত হাফেজ আজগর আলীর (৪০) যানাজা ও দাফন আজ বিকালে ৩টার দিকে সম্পন্ন হয়।

ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের সাতেঙ্গা গ্রামের ঠাকুর ভিটার হাফেজ আলী আজগর করোনা উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানা যায়। পরে উপজেলা প্রসাশনের তত্বাবধানে ত্বাকওয়া ভালুকা টিম মরহুমের গোসল ও জানাযা শেষে দাফন সম্পন্ন করে। এনিয়ে ত্বাকওয়া ফাউন্ডেশন ভালুকা টিম এর ২য় জানাযা ।
পিবিএ/আলী আকবর সাজু/এএম

আরও পড়ুন...