ভালুকায় কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

পিবিএ,ভালুকা: ভালুকায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা বাস্তবায়ন ও মনিটরিং সেল এর আওতায় ৫০% উন্নয়ন সহায়তা (ভর্তুকি) প্রদানের মাধ্যমে কৃষকের মাঝে ২টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রদান করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ওই ২টি মেশিন বিতরণ করা হয়।

মেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার নারগিস আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার জেসমিন জাহান প্রমুখ।
পিবিএ/আলী আকবর সাজু/এএম

আরও পড়ুন...