
আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনটিকে বিশ্বব্যাপী ‘ভ্যালেন্টাইন্স ডে’ হিসেবে উদযাপন করা হয়। বাংলাদেশেও এ দিবসে ভালোবাসার মানুষ একে অপরকে ফুল দেন। বিভিন্ন জায়গায় ঘুরে দিনটি উদযাপন করেন।
এদিকে বইমেলার প্রবেশপথ লাগোয়া মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ‘ফুল নিয়ে ট্রেনে ভ্রমণ নিষেধ’ লেখা একটি নোটিশ টানানো হয়েছে।
মঙ্গলবার রাতে এ নোটিশ টানিয়ে দেওয়া হয়। এর আগে, রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার হিসেবে পরিচিত কারওয়ান বাজার স্টেশনে কাঁচা শাক-সবজি ও মাছ-মাংস নিয়ে মেট্রোরেলে প্রবেশে নিষেধ করে নোটিশ টানানো হয়। সেখানে বলা হয়, কাঁচা শাক-সবজি, মাছ ও মাংস পরিবহন নিষেধ।
মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ ২০২২ সালের ২৮ ডিসেম্বর উদ্বোধন করা হয়। পরবর্তী সময় ২০২৩ সালের ৪ নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ১৬টি স্টেশনের সবগুলো থেকেই যাত্রী ওঠা-নামা করে। সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল করছে।
এবারই প্রথম মেট্রোরেলে করে বইমেলায় আসার সুযোগ পাচ্ছেন গ্রন্থানুরাগীরা। যাত্রীর চাপ বাড়ায় ১০ মিনিটের পরিবর্তে ৮ মিনিট বিরতিতে ট্রেন চলাচলের উদ্যোগ নেয়া হচ্ছে।