ভূমি অপরাধ আইন এপ্রিলে সংসদে তোলা হবে: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভূমি সংক্রান্ত বিষয়ে হয়রানি সম্পূর্ণ বন্ধ হয়নি। তবে আইন হয়ে গেলে হয়রানি কমবে। আগামী এপ্রিলে ভূমি অপরাধ আইন সংসদে তোলা হবে।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে ‘ভূমি ব্যবস্থাপনায় সাম্প্রতিক উদ্যোগ ও নাগরিক অধিকার’ শীর্ষক নীতি সংলাপে এ কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী বলেন, তিন ফসলি জমিতে কোনো স্থাপনা না করতে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা রয়েছে। জনগণের ভোগান্তি কমাতে আমরা অনেক উদ্যোগ নিয়েছি। আগামী এপ্রিলে ভূমি অপরাধ আইন আনার চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, মানুষের চাহিদা বাড়ছে। ভূমির দামও বাড়ছে। দামের কারণে মাটি হয়েছে সোনা। এটার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। মানুষ চায় শান্তিপূর্ণ ও ঝামেলামুক্তভাবে পরের প্রজন্মের কাছে জমি দিয়ে যেতে। আমরা সেটাকে সাসটেইনেবল করতে চেষ্টা করছি।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, হাটবাজার সংশোধন আইনকে যুগোপযোগী করার চেষ্টা করছি। সামনে ভূমি অপরাধ আইন আসছে। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে যে, তিন ফসলি জমিতে কোনো ধরনের স্থাপনা করা যাবে না। এ ক্ষেত্রে যেন কোনো আপস না করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান, সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইখতেখারুজ্জামান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ।

আরও পড়ুন...