ভূরুঙ্গামারীতে সড়ক ধসে হাজারো মানুষের দুর্ভোগ

পিবিএ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক ধসে হাজারো মানুষের দুর্ভোগের পাশাপাশি ভাঙ্গনের হুমকিতে পড়েছে একটি মসজিদ।
উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুরের আনন্দ বাজার হতে ভূরুঙ্গামারীর ঈশ্বর বরুয়াগামী সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কয়েক দিনের বৃষ্টিতে ওই সড়কের পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে পুকুর সংলগ্ন সড়ক ধসে গেছে। এতে মসজিদটি হুমকির মুখে পড়েছে। এছাড়া প্রতিদিন সড়কটি দিয়ে পাথরডুবীর বাঁশজানি, মইদাম ও তিলাই ইউনিয়নের বেশ কয়েকটি এলাকার মানুষ চলাচল করে। সড়ক ধসের ফলে রিকশা, ভ্যান সহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য বাজারে নিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকার বাসিন্দা নুরুল ইসলাম বলেন, “সড়কটি প্রায় ১৫ বছর আগে মেরামত করা হয়েছিল। কাবিখা প্রকল্পের আওতায় মাঝে মধ্যে সড়কটিতে যৎ সামান্য মাটি ফেলা হয় যা পর্যাপ্ত নয়। ব্যাক্তিগত উদ্যোগে বাড়ি সামনে ভেঙ্গে যাওয়া সড়ক মাটি দিয়ে ভরাট করেছি।”
তিলাই ইউপি চেয়ারম্যান ফরিদুল হক শাহীন শিকদার জানান, বৃষ্টির পানি সড়কের সাথে পুকুরে নামার ফলে সড়কের ওই অংশ ধসে গিয়েছে। বেষ্টনি দিয়ে মাটি ভড়াট করে দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করা হবে।

পিবিএ/শামসুজ্জোহা সুজন/এমআর

আরও পড়ুন...