পিবিএ,ভূরুঙ্গামারী: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ১৮০ জন শিক্ষক ৪ মাস যাবত বেতন পাচ্ছেন না। এতে ওই শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছেন। চলতি বছরের জানুয়ারী থেকে শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে।
জানাগেছে, বিগত বছরের ডিসেম্বর মাসে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৬ষ্ঠ পর্যায়ের মেয়াদ শেষ হয়। চলতি বছরের শুরুতেই ফাউন্ডেশনের পক্ষ থেকে বই বিতরণ করে পাঠদান কার্যক্রম অব্যহত রাখতে বলা হয়। পাঠদান অব্যহত থাকলেও দীর্ঘদিন যাবত শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে। এসব শিক্ষকরা মাসিক চার হাজার পাঁচশত টাকা বেতন পান। প্রত্যেকবারই প্রকল্প মেয়াদ শেষে শিক্ষকদের এরূপ ভোগান্তি পোহাতে হয় যা একরকম নিয়মে পরিণত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক জানান, ‘চার মাস যাবত বেতন পাই না, ধার- দেনা করে সংসার চালাচ্ছি, পরিবার পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছি। সামাজিক অবস্থানের কারণে আপদকালীন সময়ে প্রদত্ত ত্রাণ সহায়তা নিতে লাইনে দাঁড়াতে পারছিনা। সামনে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে। এসময় বকেয়া সম্মানী ভাতা ও ঈদ বোনাস না পেলে আমাদের ঈদ উদযাপন বেদনায় পরিণত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিকট আমাদের আকুল আবেদন মানবিক দিক বিবেচনা করে দ্রুত বকেয়া সম্মনী ভাতা সহ ঈদ বোনাস প্রদান করুন।’ ঈদের আগে বকেয়া সম্মনী ভাতা পাওয়ার আশায় এসব শিক্ষকরা তীর্থের কাকের মত চেয়ে আছেন।
ইসলামিক ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, সর্বশেষ একনেক বৈঠকে প্রকল্পের অনুমোদন হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতির কারণে প্রকল্প অনুমোদন না হওয়ায় বিলম্ব হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে যথেষ্ট আন্তরিক। আশা করা যায় অল্প কিছু দিনের মধ্যেই শিক্ষকরা সম্মানী পেয়ে যাবেন।
পিবিএ/শামসুজ্জোহা সুজন/এএম