ভ্যানের চাকার সাথে ওড়না পেঁচিয়ে মাদ্রাসার ছাত্রী নিহত

পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ব্যাটারিচালিত পাখি ভ্যানের সাথে ওড়না পেঁচিয়ে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। শনিবার বিকেলে দামুড়হুদা উপজেলার তালসারি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত মাদ্রাসা ছাত্রীর নাম আলেয়া খাতুন(১০)।
নিহত আলেয়া চন্দ্রবাস গ্রামের মিজানুর রহমানের মেয়ে ও জগন্নাথপুর বালিকা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, বিকেলে মাদ্রাসা ছুটি হলে ব্যাটারি চালিত পাখিভ্যানযোগে বাড়ি ফিরছিল আলেয়া। এসময় হটাৎ তাঁর পরনে থাকা ওড়না ভ্যানের চাকার সাথে পেঁচিয়ে যায়। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয় আলেয়া। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস দূর্ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

পিবিএ/তৌহিদ তুহিন/বিএইচ

আরও পড়ুন...