
মন্ত্রীর ভাগনে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন জুটন মিয়া নামের এক ব্যক্তি। মন্ত্রীর সঙ্গে তোলা ছবি দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৭০ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন তিনি। ওই ঘটনায় হওয়া প্রতারণার মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বুধবার কামরাঙ্গীরচর চর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, জুটন মিয়া প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে সিলেটে কাপড়ের ব্যবসা করে আসছিলেন। মানুষের কাছ থেকে যাতে সহজে টাকা পান সে জন্য তিনি নিজের ছবির পাশে স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি যুক্ত করে তা সিলেটের লোকনজনকে দেখাতেন এবং নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগনে বলে প্রচার চালাতেন। এতে তিনি মানুষের কাছে টাকা চাইলে সহজেই পেতেন। কিন্তু পরে সেই টাকা না দিয়ে তা আত্মসাৎ করতেন। এভাবে সিলেটের বাসিন্দা আবদুর রাজ্জাক ওরফে রাজনের কাছ থেকে ৭০ লাখ টাকা নেন জুটন। কিন্তু রাজ্জাক সেই টাকা ফেরত চাইলে জুটন ‘দেব’ ‘দিচ্ছি’ বলে টালবাহানা করেন। একপর্যায়ে জুটন ওই টাকা আত্মসাৎ করেন। বিষয়টি বুঝতে পেরে প্রতারণার শিকার আবদুর রাজ্জাক সিলেটে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
ওসি নূর মোহাম্মদ বলেন, আদালত আসামি জুটনের নামে গ্রেফতার পরোয়ানা জারি করেন। এরপর সিলেট থেকে পালিয়ে এসে তিনি কামরাঙ্গীরচর চর এলাকায় থাকতেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় জুটনের অবস্থান শনাক্ত করে গতকাল কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জুটনের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে।
জুটনকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।