মহাদেবপুরে গৃহবধূর প্রাণ কেড়ে নিল প্রাইভেটকার

দুলা ভাইয়ের পরকীয়া প্রেমের জেরে শ্যালক নিহত

পিবিএ,নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে বেপরোয়া গতির একটি প্রাইভেট কারের চাপায় মোছা. জাহানারা (৬০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার সকালে মহাদেবপুর-নজিপুর সড়কের কালুশহর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাহানারা উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সুজাইল মোল্লাপাড়া গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিউবওয়েল থেকে পানি নিয়ে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় নজিপুরগামী বেপরোয়া গতির একটি প্রাইভেট কার তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা জাহানারাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মহাদেবপুর থানার এসআই খোকন কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি নিয়ে চালক পালিয়ে গেছে।

পিবিএ/ইউসুফ আলী সুমন/বিএইচ

আরও পড়ুন...